img

জিপিএইচ রিনিওয়েবল এনার্জির সঙ্গে ইডকলের চুক্তি

জিপিএইচ রিনিওয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) গতকাল চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ইডকলের নির্বাহী পরিচালক  সিইও আলমগীর মোর্শেদ এবং জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোজাহাঙ্গীর আলম। চুক্তির আওতায় জিপিএইচ ইস্পাতের চট্টগ্রামের কারখানার ছাদে  দশমিক ৯০ মেগাওয়াট পিক ক্ষমতার সোলার পিভি বসানো হবে। এছাড়া মুন্সীগঞ্জের ইকো সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছাদে বসবে  দশমিক ১৫ মেগাওয়াট পিকের সোলার প্যানেল।

Request a Quote