জিপিএইচ রিনিওয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। গতকাল চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ এবং জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। চুক্তির আওতায় জিপিএইচ ইস্পাতের চট্টগ্রামের কারখানার ছাদে ৩ দশমিক ৯০ মেগাওয়াট পিক ক্ষমতার সোলার পিভি বসানো হবে। এছাড়া মুন্সীগঞ্জের ইকো সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছাদে বসবে ২ দশমিক ১৫ মেগাওয়াট পিকের সোলার প্যানেল।